অর্থ মন্ত্রণালয়ের  নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা প্রতিনিধি:  আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের  নির্মাণাধীন একটি বহুতল ১১ নম্বর ভবন থেকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নিলফামারী জেলায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সচিবালয়) রাজীব ঘোষ বিটিসি নিউজকে জানান।

যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই আশরাফুল ওই ভবনে কাজ করছিলেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানিয়েছেন।

আরও জানা যায়, সচিবালয়ের ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে মেসার্স জিকে বিল্ডার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তারা শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তমূলক ব্যবস্থা না নেওয়ায় এভাবে মৃত্যু ঘটল বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

তবে এ বিষয়ে কথা বলার জন্য জিকে বিল্ডার্সের দায়িত্বশীল কাউকে সেখানে পাওয়া যায়নি।

আশরাফুলের ফুফাত ভাই রফিকুলও ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি বিটিসি নিউজকে জানান, আশরাফুল ছিলেন রড মিস্ত্রি। সকালে ১৮ তলায় কাজ করছিলেন তিনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিটিসি নিউজকে জানান, নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলার মাঝামাঝি লোহার পাইপে ঝুলে ছিলেন আশরাফুল। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বেলা সোয়া ১১টার দিকে আশরাফুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিটিসি নিউজকে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.