অর্থ আত্মসাত মামলায় কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তার কারাদন্ড- খুলনায়

 

খুলনা ব্যুরো: ৪০হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্মসংস্থান ব্যাংক খুলনা শাখার সাবেক ব্যবস্থাপক সুলতান আহমেদকে ৪০৯ ধারায় ২বছর সশ্রম কারাদন্ড , ৫৯হাজার ১২৯টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী সুলতান আহমেদ বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার রাংতা গ্রামের মৃত কাইয়ুম আলি ছেলে। দন্ড-প্রাপ্ত সুলতান আহমেদ পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৮ ফেব্রুয়ারি হতে ১১সেপ্টেম্বর ২০০৩ সাল পর্যন্ত সুলতান আহমেদ কর্মসংস্থান ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তিনি ৪টি ভুয়া নামে সেলাই প্রকল্পের ৪০হাজার টাকা আত্মসাত করেন। ৪টি লোনের মঞ্জুরীকৃত ৪০হাজার টাকা ২০০৮সালের ১৫ অক্টোবর পর্যন্ত সুদসহ মোট ৫৯হাজার ১২৯টাকা হয়। যা উক্ত শাখার ভিইও মোঃ মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন ও একই বছরের ২৪ মে এজিও মো. মিজানুর রহমানের প্রতিবেদনে প্রতীয়মান হয়। এঘটনায় দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক আবুল হাশেম কাজী বাদী হয়ে সুলতান আহমেদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক আবুল হাশেম কাজী ২০০১৫ সালের ৩০সেপ্টেম্বর আদালতে সুলতান আহমেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এম এম মুজিবুর রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.