অর্থের বিনিময়ে হামলার পরিকল্পনা, ভারতে আটক পাকিস্তানি জঙ্গি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হামলা চালাতে এক সন্ত্রাসীকে ৩০ হাজার রুপি দিয়েছিল পাকিস্তানের এক কর্নেল। জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাদের হাতে আটক ওই ব্যক্তি এমনই স্বীকারোক্তি দিয়েছে।
গত ২১ আগস্ট কাশ্মিরের রাজৌরি জেলার নশেরা সেক্টরের লাইন অব কন্ট্রোলের কাছ থেকে তাবারাক হোসেন নামে পাকিস্তানভিত্তিক ওই সন্ত্রাসীকে আটক করে ভারতীয় সেনারা। তার দাবি, পাকিস্তানি সেনার এক কর্নেল তাকে ভারতে পাঠিয়েছেন হামলা চালানোর জন্য। এর জন্য দেয় ৩০ হাজার রুপি।
এসময় সেনারা গুলি চালালে পালাতে গিয়ে অসাবধনতাবশত ল্যান্ডমাইনে পা দেয় দুই জন। বিস্ফোরণে মৃত্যু হয় তাদের। অন্যজন গুলিতে আহত হয়। তাকে আটক করে সেনারা।  জিজ্ঞাসাবাদে হামলার পরিকল্পনার কথা স্বীকার করে সে। (সূত্র: এনডিটিভি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.