অর্থনৈতিক সহযোগিতা করতে চায় পরিবারকে: নবীগঞ্জে পায়ে হেটে চা বিক্রি করছে ৩য় শ্রেণীর শিক্ষার্থী মুস্তাকিন


নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ শহরজুড়ে পায়ে হেটে চা’ বিক্রি করছে ৩য় শ্রেণীর শিক্ষার্থী শিশু মুস্তাকিন। পড়ালেখার পাশাপাশি চা বিক্রির মাধ্যমে হতদরিদ্র পিতাকে অর্থনৈতিক সহযোগীতা করতে চায় সে।
সকাল ১০ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত চা বিক্রি করে আবার বিকেল ৪ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত চা বিক্রি করে মুস্তাকিন। বাড়িফেরা শেষে ৪ শত টাকা আয় করছে এই অবুঝ শিশুটি। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফতিপুর গ্রামে। তবে জন্মসূত্রে নবীগঞ্জে বসবাস করছে। তারা দুই ভাই, দুই বোন। মুস্তাকিনের পিতা অসিম উদ্দিন একজন ভ্যানগাড়ি চালক।
বুধবার (১৬ ফ্রেরুয়ারী) রাতে চা বিক্রি করার সময় জননী প্রতিনিধির সঙ্গে কথা হয় মুস্তাকিনের। মুস্তাকিন জানায়, সে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়ালেখায় অধ্যায়নরত আছে।
করোনার কারণে স্কুল বন্ধ থাকায় পরিবারে আর্থিক সহযোগীতা করতে এখন চা বিক্রি করছে। আর তার পিতা ভ্যান চালক। তাদের বর্তমান বসবাস নবীগঞ্জ কেন্দ্রীয় জামে-মসজিদ এলাকায়। সেখানে ভাড়া বাসায় থাকেন পরিবার নিয়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.