BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু

অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতামত জনগণকেই নিতে দিতে হবে। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে হবে। দেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে।

তিনি আরও বলেন, ‘যে দলগুলো তাদের দাবি–দাওয়া পূরণ করতে চায়, তাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের মতামত নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

এই সভার আয়োজন করে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম।

আমীর খসরু আরো বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করা প্রয়োজন। অর্থনীতিকে গণতন্ত্রায়নের অর্থ হলো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মালিকানা যেন কেবল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে না থেকে জনগণ, শ্রমিক, ভোক্তা, সরবরাহকারী এবং বৃহত্তর সম্প্রদায়ের হাতে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষও উন্নয়নের অংশীদার হতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অতীতের অর্থনৈতিক মডেল, সাধারণ মানুষের জন্য কাজ করেনি, বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য গণন্ত্রায়ন অর্থনীতি চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে আমীর খসরু আরো বলেন, দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ জন্য যেকোন মূল্যে আগামী বছরের ফেব্রæয়ারী মাসেই নির্বাচন দিয়ে, ব্যবসায়ী দেশবাসীকে মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘যারা ঐক্যমতে আছে, তারা তাদের মতামত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। তাদের এ দায়িত্ব কেউ দেয়নি। এসব করে তারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে বলে মন্তব্য করেন।’

তিনি আরও বলেন, গণতন্ত্র মানে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়। অতীতে আওয়ামী লীগ সরকার জনগণের ওপর জুলুম করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু জনগণ তার জবাব দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, একমাত্র ঢাকা কেন্দ্রিক উন্নয়ন আর রাখা হবেনা। উন্নয়নের বিকেন্দ্রীকরণ করা হবে। এজন্য প্রতিটি বিভাগ ও জেলায় কালীগরি প্রশিক্ষণ স্থাপন ও যেগুলো রয়েছে সেগুলোকে সচল করা হবে। বিএনপি নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পেলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে। সেইসাথে উদ্যেক্তা তৈরী করা হবে।

তিনি বলেন, রাজশাহী হচ্ছে কৃষি ভান্ডার। এই বিভাগকে সমৃদ্ধ করতে হবে। এখান থেকে সরাসরি কার্গো বিমানে দেশের বাহিরে কৃষি পন্য রপ্তানী করার ব্যবস্থা করা হবে। কারণ এখানকার কৃষিপন্য অনেক উন্নত মানের। আর এই কৃষি পন্য উৎপানের রছে শিক্ষিত জনগণ। তারা লেখাপড়া শেষ করে বসে না থেকে এখণ জমিতে নেমে পড়ছে। এটা অত্যন্ত ভাল দিক বলে উল্লেখ করেন তিনি। সব শেষে তিনি উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যবসায়ী ও জনগণের নানা প্রশ্নের উত্তরদেন।

সভায় সভাপতিত্ব করেন, এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি ফেরদৌস হক ও সোনামসজিদ স্থলবন্দর গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক।

এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নোতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত