অযোধ্যায় রাম মন্দির নির্মাণ – স্বাধীন ট্রাস্ট

কলকাতা প্রতিনিধি:  আজ বুধবার লোকসভায়,অযোধ্যায় রাম-মন্দির নির্মাণের কাজ তদারকি করতে গঠন করা হবে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ নামে একটি পৃথক ট্রাস্ট বলে, জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বিজেপি’র ভোট-কৌশলের অঙ্গ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল, কারণ সামনের শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ঠিক তার তিনদিন আগে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় রাজনৈতিক মহলের এইরূপ চিন্তাধারার প্রকাশ করেছে ৷
 
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তৈরী হয়েছে ৷ গঠন করা হয়েছে একটি ট্রাস্ট ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তিনি খুব খুশি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি হয়েছে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ৷
একটি বিস্তারিত পরিকল্পনা তৈরী করা হয়েছে  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ৷ সেই অনুযায়ী  এই ট্রাস্ট গঠনের প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷
প্রধানমন্ত্রী  জানান  সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে উত্তরপ্রদেশ সরকারকে অনুরোধ করা হয়েছিল ৷ জোগী আদিত্যনাথের সরকার তা মন্ঞ্জুর করেছে ৷
রাম লাল্লার পক্ষে রায় দেয় শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ ৷ বহু দশকের অযোধ্যা মামলার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টে গত নভেম্বর মাসে ৷ সর্বোচ্চ আদালত তার রায়ে জানিয়েছিল, সরকারের গঠিত ট্রাস্টের হাতে গোটা ২.৭ একর বিতর্কিত জমিকে হস্তান্তর করা হবে ৷ রাম লাল্লার পক্ষে রায় দেয় শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ।  এই ট্রাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণ পর্যবেক্ষণ করবে ৷ পৃথক জায়গায় ৫ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত মসজিদ তৈরীর জন্য ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.