অভয়নগরে হাতবোমা নিস্ক্রিয় করতে গিয়ে কব্জি উড়ে গেল র‌্যাব কর্মকর্তার

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে হাতবোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র‌্যাব কর্মকর্তা শহিদুল ইসলামের হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল বেলা ১১টার দিকে যশোরের অভয়নগর থানা চত্বরে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, খুলনা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিস্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে। র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিস্ক্রিয় করার উদ্যোগ নেন। এ সময় প্রথম বোমাটি নিস্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙ্গুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.