অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা

 

বিটিসি নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, মাদক ব্যবসায়ী নিধনের নামে অনেক নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। প্রকাশ্যে গুলি করে হত্যা করে এটাকে বলা হচ্ছে বন্দুকযুদ্ধ। আমাদের অনেক নিরীহ নেতা-কর্মীকে এভাবে হত্যা করা হয়েছে।

গণতান্ত্রিক সমাজে এ ধরণের হত্যা অমানবিক। এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে দেশের সব মানুষ আছে। যারা মাদক ব্যবসা করে তারা ছাড়া সবাই এর বিরুদ্ধে। কিন্তু যে প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশে মাদক ব্যবসায়ীদের নিধন চলছে এটা সভ্য সমাজে কাম্য হতে পারে না। এসব বিষয়ে উচ্চ আদালতের আপিল বিভাগ অথবা সম পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। যারা নিরপরাধ মানুষকে হত্যা করছে তাদের বিচার করতে হবে।
নোমান আরও বলেন যে, আমি মনে করি গণতান্ত্রিক আন্দোলন সব সময় জয়লাভ করেছে। আর যারা অস্ত্র নিয়ে রাজনীতি করেছে তারা কোনো না কোন সময় পরাজিত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.