অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ দিচ্ছে সরকার

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় নির্বাচনের আগে বড় ধরনের সুবিধা পেলেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা। ট্যাক্স দিয়ে তারা অবৈধ স্বর্ণ বৈধ করতে পারবেন। প্রতি ভরি স্বর্ণ বৈধ করতে খরচা হবে কর-ভ্যাটসহ মাত্র একহাজার টাকা।

একই সুবিধা থাকছে ডায়মন্ডের ক্ষেত্রেও। প্রতি ক্যারেট ডায়মন্ডে ৬ হাজার টাকা পরিশোধ করলেই তা বৈধ হয়ে যাবে।

গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আবদুর রউফ তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্নিষ্ট ব্যবসায়ীরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে স্বর্ণের চোরাচালান কমবে এবং দেশ থেকে স্বর্ণালঙ্কার রফতানি উৎসাহিত হবে।

সূত্র জানায়, বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিলাম ডাকা হবে। খুব শিগগির এ উদ্যোগ নেবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণ আগের নিয়মেই আনা যাবে।

এর আওতায় বর্তমানে যে কেউ বিদেশ থেকে দেশে ফেরার সময় বিনা শুল্ক্কে সর্বোচ্চ ১১ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ আনতে পারেন। এর বেশি পরিমাণ আনতে হলে প্রযোজ্য হারে শুল্ক্ক-কর পরিশোধ করতে হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.