“অবৈধ প্রাচুর্য”

লেখক: শরীফ হেলালী
বড় বড় দালান-কোঠা; 
দামি দামি গাড়ি!
বিলাসবহুল আসবাবপত্র; 
অর্থ কাড়িকাড়ি!
টাকার বলে বিমানে চড়ে 
বিদেশ ঘুরে বারবার 
সর্দি-কাশি লাগলেও 
বিদেশেই দেখায় ডাক্তার!
যশ-খ্যাতি কিনতে চায় 
শুধু অর্থের বিনিময়ে!
প্রতিপক্ষ হতে চায় না কেউ 
হেরে যাওয়ার ভয়ে!
অবৈধ কারবারে বড়লোক সে; 
নেই তার শিক্ষা!
এক সময় তার পিতায় নাকি 
করেছিলো ভিক্ষা!
ছেলে-মেয়ের লেখা-পড়া 
দেশের বিদ্যালয়ে নয়!
বিদেশ পাঠিয়ে লেখা-পড়া; 
বিদেশেই তারা রয়!
দেশের টাকা পাচার করে 
বিদেশে বাড়ি বানায়!
সময় হলে সুযোগ পেলেই 
বিদেশেই পাড়ি জমায়!
অর্থের ঘোরে মত্ত হয়ে 
কত কী যে করে বেড়ায়!
অর্থই কখনও বিনাশ ডাকে 
খারাপ পথে চলায়!
কভু অর্থবিত্তের আধিক্যে 
কত সন্তান হয় নষ্ট!
বেখেয়ালি পিতা-মাতা তখন
সইতে হয় কতই না কষ্ট!
বাইরের মানুষের ভাবে
মহাসুখে আছেন তারা!
প্রাচুর্যে তো নেই আসল সুখ 
মনে সুখ ছাড়া!
শুধু অর্থবিত্তে ধনী হলেই 
আসল ধনী সে তো নয়!
মনের দিক দিয়ে ধনী যে
আসল ধনী তারেই কয়!
কভু অর্থের বিনিময়ে কেউ
জীবন কিনতে পারে?
সবই তুচ্ছ-অর্থহীন হয় 
মরণের ডাক আসলে পরে!

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.