অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশের জলসিমায় থেকে দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক


বাগেরহাট প্রতিনিধি: সীমানা লঙ্ঘন করে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের জলসিমায় চুরি করে মাছ শিকারের সময় আবারও ভারতীয় ২৬ জেলেদের আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী আজ রবিবার (১৯ জানুয়ারী) আদরাতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তবে এসময় তিনি তাদের নাম ও পরিচয় জানাতে পারেন নি ।

এসময় চোরাই মাছ শিকারের কাজে ব্যবহৃত এফ বি শঙ্খ প্রদিপ ও মা মঙ্গল নামে দুটি ট্রলারও জব্দ করা হয়।

গতকাল শনিবার (১৮ জানুয়ারী) গভীর সমুদ্রের বাংলাদেশ জলশীমানার ফেয়ারওয়ে বয়ার কাছথেকে তাদের আটক করে।

আটকৃত জেলে ও ট্রলার দুটি এ দিন সন্ধ্যায় মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানার এস আই মোঃ আহাদ বলেন,বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসিমায় অবৈধ অনুপ্রবেশ করে মৎস্য আহরনের সময় শনিবার (১৮ জানুয়ারী) ভারতীয় জেদের আটক করা হয়।

পরে সন্ধ্যায় নৌবাহিনীর মোংলাস্থ দীগরাজ ঘাটির চীফ পেটি অফিসার মোঃ ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে আর্ন্তজাতিন সমুদ্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এস আই আহাদ আরও বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটক জেলেদের আজ রবিবার (১৯ জানুয়ারী) আদরাতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তবে এসময় তিনি তাদের নাম ও পরিচয় জানাতে পারেন নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.