অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুরে আটক-১০

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী।
আজ বুধবার (০৭ এপ্রিল) ভোরে মহেশপুর ভারতীয় সীমান্তের মকরধ্বজপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির দায়িত্বপুর্ণ সীমান্ত পিলার ৫১/১-এর কাছে অভিযান চালিয়ে ৫ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তাদের বাড়ি মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, শরীয়তপুর, যশোর জেলার বিভিন্ন গ্রামে। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা হয়েছে।

আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.