বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:টানা ভারী বর্ষণে (Heavy Rain) কার্যত অচল হয়ে পড়েছে গুরুগ্রামের (Gurugram Traffic Jam) জনজীবন। সোমবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান, কোথাও আবার গোঁড়ালি ডোবা জল জমে গিয়েছে।
এর জেরেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট (Traffic)। কয়েকটি এলাকায় সাত-আট কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের (7km Traffic Jam) ছবি প্রকাশ্যে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভিতরেই আটকে রয়েছেন যাত্রীরা।
সামনে এগোনোর কিংবা বিকল্প রাস্তা নেওয়ার কোনও সুযোগ নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বৃষ্টির দাপট থেকে মুক্তি মিলবে না। বরং আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সতর্কতাকে মাথায় রেখেই প্রশাসনের তরফে অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কর্মীরা মঙ্গলবার বাড়ি থেকে কাজ করেন। স্কুলগুলিকেও অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুগ্রামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেল তিনটে থেকে সন্ধে সাতটার মধ্যে শহরে নেমেছে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার গুরুগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। তার পরেই প্রশাসনের তরফে অফিস ও স্কুল মঙ্গলবার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই জলমগ্ন গুরুগ্রামের একাধিক ছবি ও ভিডিও (সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কোথাও ভেসে যেতে হচ্ছে স্থানীয়দের, কোথাও হাঁটু জলে দাঁড়িয়ে আছে গাড়ি।
বিশেষত অফিসফেরত যাত্রীদের সমস্যার সীমা ছাড়িয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও কমে গিয়েছে। সব মিলিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
উত্তর ভারতে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে অবিরাম বর্ষণ। নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ সহ দিল্লি-এনসিআর-এ ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। তীব্র বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাজধানী দিল্লির জন্য।
হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও প্রকৃতির রুদ্ররূপ অব্যাহত থাকবে। হড়পা বাণ এবং খুব ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর বর্তমানে কমলা সতর্কতার আওতায় রয়েছে।
জুলাইয়ের শেষের দিকেও এরকম যানজটের ছবি দেখা গিয়েছিল। গুরুগ্রামের এক বাসিন্দা ভিডিও করে দেখিয়েছিলেন, রাস্তায় পিলপিল করছে গাড়ি। সে গাড়িগুলি যেন সামনে এগোতেই চাইছে না। কচ্ছপের গতিতে চলছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.