ময়মনসিংহ ব্যুরো: অবিরাম বর্ষণে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের দক্ষিণ চরআলগী সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। এই সড়কে ভাঙ্গনের ফলে উচাখিলা বাজার হতে মরিচারচর চুমকির বাজার পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তাটি অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উচাখিলার চরাঞ্চলের কৃষক সাধারণ মানুষসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে।
দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, তার বিদ্যালয় থেকে মাত্র ১০শ গজ দূরে এই ভাঙ্গনের ঘটনা ঘটেছে। টানা বর্ষণের পানির স্রোতে বিদ্যালয়ের পিছনে ৫০ শতক জমির মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টি অব্যাহত থাকলে বিদ্যালয়টি যেকোনো সময় বিধ্বস্ত হতে পারে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিচরচর উচ্চ বিদ্যালয়, উচাখিলা স্কুল এন্ড কলেজ, কেরামতিয়া আলীম মাদ্রাসা ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছে না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমাতুজ্জোহুরা জানান, এক কিলোমিটার ঘুরে মরিচারচর গ্রামের ভিতর দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দা আক্কাস আলী, নাজিম উদ্দিন এবং ফেরদৌস কোরাইশী টিটু জানান, গত বর্ষা মৌসুমেও এ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছিল। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁশের সাকো তৈরি করে চরাঞ্চলের কৃষকদের কৃষি পণ্য পরিবহনও শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবার সুযোগ করে দিয়েছিলেন। চলতি বর্ষায় নতুন করে এ সড়কে তীব্র ভাঙ্গনের ঘটনা ঘটেছে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় মাইজপাড়া, মরিচারচর, টান মলামারি, নামাপাড়া, চরআলগী, উজানচর, সীমারবুক ও চর রামমোহন এই আটটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দূর্ভোগে পড়েছে।
চরআলগী গ্রামের গ্রাম পুলিশ (দফাদার) আব্দুস সালাম জানান, টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গত ৩০ মে বিকেলে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় সড়কের পশ্চিম পাশে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডাক্তার হাসান আলীর ৫০ শতক, হযরত আলীর ৪০ শতক, আব্দুস সাত্তারের ৩০ শতক, রিপন মিয়ার ৫০ শতক, মেরাজ আলীর ১০ ও ইউনুস আলীর ৩০ শতক ফসলি জমি বিলীন হওয়ায় কৃষকরা যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে হুমকির মুখে।
উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, এলাকাটি চর অধ্যুষিত বালুকাময় হওয়ায় প্রতিবছর সড়ক ভাঙ্গনের ঘটনা ঘটে। এখানে সরকারি অর্থায়নে রিং বসিয়ে ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়া যেতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, এলাকাবাসী ও শিক্ষার্থীরা যাতে যাতায়াত করতে পারে সেজন্য এলাকাবাসী ও গ্রাম পুলিশকে ভাঙ্গন কবলিত স্থানে বাঁশের সাঁকো তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন জানান, চরআলগী সড়কে ব্রিজ নির্মাণ করার জন্য ঢাকা সওজ এর সড়ক বিভাগ ডিজাইন শাখায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদিত হলে শুকনো মৌসুমে ব্রিজ নির্মাণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.