অবাধে ঘুরাফেরা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈলে বিদেশফেরত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।জানা যায় উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমী আফরিদা আজ শনিবার (২১ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন।

বিদেশ ফেরত হয়ে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় কাশিপুর ইউনিয়নের কাদিহাট জোতপাড়া গ্রামের সহিদুর রহমানের ছেলে মালোশিয়া প্রবাসী আলআমিনকে পাঁচ হাজার টাকা।

একই এলাকার গাজিগড় গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে সৌদি আরবে ওমরা হজ্ব ফেরত আলমগীরকে পাচঁ হাজার এবং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রাজু হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত ।

জানা যায়, সম্প্রতিকালে বিদেশ ফেরত ব্যক্তিরা সরকারী নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.