অবশেষে স্থায়ী রূপ পাচ্ছে দেশের প্রথম শহীদ মিনার

 

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার রাজশাহীতে স্থায়ী রুপ পেতে যাচ্ছে দেশের প্রথম শহীদ মিনার।  রাজশাহী কলেজ মাঠে নির্মিত হচ্ছে মিনারটি।

আজ সকালে শহীদ মিনারটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

কলেজের মুসলিম ছাত্রাবাস চত্বরে তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ফলক উন্মোচন করেন।

ভাষা শহীদদের স্মরণে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাতেই কাদামাটি দিয়ে রাজশাহী কলেজ মাঠে তৈরি হয়েছিল দেশের প্রথম শহীদ মিনার। পরে পুলিশ তা ভেঙে দেয়। কয়েক বছর আগে সেখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে কলেজ কর্তৃপক্ষ। তবে আবার সেখানে নির্মাণ করা হচ্ছে একটি শহীদ মিনার। এর মধ্য দিয়ে স্থায়ী রূপ পেতে যাচ্ছে দেশের প্রথম শহীদ মিনার।

 

 

রাজশাহী সিটি করপোরেশন শহীদ মিনারটি নির্মাণ করবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিটি করপোরেশনের প্রকৌশলী নূর ইসলাম তুষার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার ৪৭ বছর পর স্থায়ী রুপ পাচ্ছে দেশের প্রথম শহীদ মিনার। দেশের প্রথম শহীদ মিনার হিসেবে এটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আবে সরকার। এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.