অবশেষে লালপুর উপজেলা করোনাতে যুক্ত


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সোমবার সন্ধায় পাওয়া রিপোর্টে লালপুর উপজেলায় এই প্রথম একজন করোনা রোগী পাওয়া গেলো।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গত শনিবার মোট ১৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানো হলে আজ সন্ধ্যায় পাওয়া রির্পোটে লালপুর হাসপাতালের টেলি মেডিসিন সার্পোটিং ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন (পারভেজ) এর রির্পোটে করোনা পজেটিভ পাওয়া যায়।

এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, লালপুরে ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.