অবশেষে রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোরতম নিষেধাজ্ঞা’ দিল ইইউ, বাদ গেল না পুতিনের ‘প্রেমিকাও’

বিটিসি আন্তর্জাতিক ডেস্কঅবশেষে রাশিয়ার অধিকাংশ তেল আমদানির ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ শুক্রবার (০৩ জুন) ইইউ রাশিয়ার ওপর যুদ্ধ শুরুর পর ‘সবচেয়ে ‘কঠোরতম’ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত ‘প্রেমিকা’ আলিনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়াতিতে যুদ্ধ শুরুর পর এই নিয়ে ২৭ সদস্যের ইইউ রাশিয়ার ওপর এ নিয়ে ষষ্ঠ দফায় নিষেধাজ্ঞা আরোপ করল। 
তবে হঠাৎ করেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা চাপায়নি ইইউ। চলতি মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন জানিয়েছিলেন, রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইইউ।
তবে হাঙ্গেরি বরাবরই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে আসছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.