অবশেষে ভারতে আটকা পড়া ৩ শতাধিক লাইটার জাহাজ দেশে ফিরছে

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি: করোনা ভাইরাসে লকডাউনে ভারতে বিভিন্ন নৌ বন্দরে আটকে পড়া পণ্য পরিবহনের বাংলাদেশী প্রায় ৩ শতাধিক লাইটার জাহাজ অবশেষে ছাড়া পেয়ে মোংলা বন্দরমুখী ফিরতে শুরু করেছে।

সুন্দরবনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক নৌ প্রটোকল-ভুক্ত সুন্দরবনের অভ্যন্তরের আংটিহারা রুট দিয়ে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক নৌ প্রটোকলের আওতায় এ সকল লাইটার জাহাজ সমূহ দু’দেশের মধ্যকার পণ্য পরিবহন করে আসছিল।

গত ২৪ মার্চ প্রতিবেশী দু’দেশের মধ্যে পণ্য পরিবহনের লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দীর্ঘ ৯ দিন ধরে চলাচলে নিষেধাজ্ঞার কারণে ভারত অংশে অবস্থানকারী এ সকল লাইটার জাহাজের প্রায় ৩ হাজার।

বাংলাদেশী নৌযান শ্রমিক লোকালয়ে যাতায়াত না করতে পারায় প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, খাবার, রসদ, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছিল। এ অবস্থায় দু’দেশের কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে আটকে পড়া বাংলাদেশী লাইটার জাহাজ সমূহ দেশে ফেরার সুযোগ পায়। তবে বাংলাদেশ থেকে এ রুট দিয়ে ভারতে লাইটার জাহাজ প্রবেশের অনুমতি এখনো মেলেনি।

বাংলাদেশের আংটিহারা নৌ চেক পোষ্টের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান,  করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিআইডব্লিউটিএ এর নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ থেকে সাময়িকভাবে ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরে সাথে মোংলা বন্দর তথা বাংলাদেশের সাথে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে ভারতীয় অংশে প্রায় তিন শতাধিক বাংলাদেশী লাইটার জাহাজ আটকা পড়ে। পরে দু’দেশের মধ্যে সমঝোতার ভিত্তিকে ভারতে আটকে থাকা এসব লাইটার জাহাজকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হলেও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

দেশে ফেরার অনুমতি পাওয়ার পর পরই গতকাল শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকেই ভারতে আটকে থাকা দেশী লাইটার জাহাজ সমূহ বাংলাদেশের আংটিহারা নৌ চেক পোষ্টে এসে ভিড় করতে থাকে। পরে কাস্টমস ও ইমিগ্রেশন ছাড় পত্র শেষে এসব লাইটার জাহাজের স্টাফদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে আজ রবিবার (০৫ এপ্রিল) সকাল থেকে লাইটার জাহাজগুলো আংটিহারা দিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ রবিবার (০৫ এপ্রিল)  সন্ধ্যা নাগাদ মোংলা বন্দরে পৌঁছানোর পর নাবিকরা নৌযানেই অন্তত ১৪ দিন নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে থাকবেন। তবে দেশে ফিরতে পারায় নৌযান স্টাফরা স্বস্তি ফিরে পেয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.