অবশেষে বয়স্ক ভাতা পেল শিবগঞ্জের দেলবাহার বেগম

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবশেষে ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে নিহত কৃষক আবুল কালামের বিধবা স্ত্রী মোসা. দেলবাহার বেগম বয়স্ক ভাতার কার্ড পেলেন।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদের প্রকাশের পর আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিস চত্বরে বিধবা দেলবাহার বেগমের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইমরান আলী, সদস্য জিয়াউল হকসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ ও সমাজ সেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের কৃষক আবুল কালাম আজাদ মাঠে কৃষি কাজ করার সময় পাকবাহিনীর গুলিতে নিহত হন। দীর্ঘ ৪৮ বছর হয়ে গেলেও আবুল কালাম আজাদের বিধবা স্ত্রী দেলবাহার বেগম কোন বয়স্ক বা বিধবা ভাতার সুবিধা পাননি। এমন তথ্যে ভিত্তিতে ২১ অক্টোবর রবিবার শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ পূর্বক বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ফলে প্রশাসনের নজরে পড়ে। যার ফলে শিবগঞ্জ উপজেলা সমাজ অফিসার কাঞ্চন কুমার দাস দ্রুত পদক্ষেপের মাধ্যমে বিধবা দেলবাহার বেগমের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.