অবশেষে বিয়ে করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন অবশেষে বিয়ে করতে সক্ষম হলেন। করোনাভাইরাস মহামারি আর অফিসে কাজের চাপের কারণ তিন তিনবার তার বিয়ে পিছিয়ে যায়। এবার তিনি বিয়ে করেছেন তার প্রেমিক বো টেংবার্গকে।

বোর বয়স ৫৫। তিনি চলচ্চিত্র নির্মাতা ও আলোকচিত্রী। দক্ষিণ পূর্ব ডেনমার্কের মোন দ্বীপের মধ্যযুগীয় মেগলবাই চার্চে তিনি বিয়ে করেছেন ৪২ বছর বয়সী মেটে ফ্রেডেরিকসেনকে।

ফ্রেডেরিকসেন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন বিয়ের ছবি। একটি ড্যানিশ ট্যাবলয়েড জানিয়েছে, অল্প কয়েকজন অতিথি বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন, ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন।

গত বছর ২৭ জুন ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ফ্রেডেরিকসেন। তিনি দ্বিতীয় নারী, যিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী হয়েছেন। গত ৫ জুন নির্বাচন থাকায় ফ্রেডেরিকসেন তার ও টেংবার্গের বিয়ে পিছিয়ে দেন। গত মাসে জানান, ইউরোপিয়ান ইউনিয়ন সামিটের জন্য বিয়ের তারিখ তৃতীয়বারের জন্য পিছিয়ে দিচ্ছেন তিনি। (সূত্র: আনন্দ বাজার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.