অবশেষে পুশব্যাকে ব্যর্থ হয়ে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অবশেষে বাংলাদেশে পুশব্যাকে ব্যর্থ হয়ে ৪দিন পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এর আগে গত ১৮ জানুযারি সন্ধ্যা ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ড (শুন্য রেখা) দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর বিটিসি নিউজকে জানান, এর মধ্যে ১৭জন শিশু, ৮জন পুরুষ ও ৬জন নারী রয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছিল। ফলে কসবা সীমান্তে সর্তক অবস্থান নেয় বিজিবি।

তিনি জানান, বিজিবি ২৫ ব্যাটালিয়নের সাথে ভারতের বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে। এ অবস্থায় গত ৪দিন ধরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করে রোহিঙ্গারা।

স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম বাবু বিটিসি নিউজকে জানান, রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান করার কারণে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদেরকে খাবার সরবরাহ করেছে। গত রোববার রাতে তাদের জন্য দুইটি তাবু করে দেয় বিএসএফ।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর বিটিসি নিউজকে জানান, তাদেরকে ফিরিয়ে নিতে বিএসএফের সাথে একাধিকবার পতাকা বৈঠক করা হয়েছে। সীমান্তের শূন্যরেখায় অবস্থানকরীরা বাংলাদেশের নাগরিক নয়। এজন্য তাদেরকে গ্রহণ করতে পারিনি। সকালে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.