অবশেষে উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে ধসে পড়ল রেস্ট হাউস ‘মাধবী’

কক্সবাজার প্রতিনিধি: দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে থাকতে অবশেষে উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবী’। এ সময় কেউ হতাহত হয়নি।
আজ শনিবার (২৪ জুলাই) সকাল ১১টায় মেরিন ড্রাইভ সড়ক লাগোয়া দোতলা ভবনটি ধসে পড়ে।
অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় এক বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে জেলা পরিষদ।
ধসে পড়া ভবনটির সামনের দোকানদার হাফিজুর রহমান জানান, সকালের দিকে জোয়ারের সময় বিকট শব্দে ভবনটি ধসে পড়ে। এ সময় আশপাশে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। ঢেউয়ের তোড়ে ধসে পড়েছে রেস্ট হাউজটি। বছর তিনেক আগে ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ‘পরিত্যক্ত’ হিসেবে ঘোষণা করেছিল জেলা পরিষদ। এরপর ভবনের আশপাশ থেকে দোকানপাট সরিয়ে নেওয়া হয়।
জেলা পরিষদের একজন কর্মকর্তা বিটিসি নিউজকে জানান, প্রায় এক বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সম্প্রতি ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। দরপত্রের বিষয়টিও প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.