অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলা

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মে) গভীর রাতে এ হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৮৭ দিনের অনশনের পর ইসরায়েলের হাতে গ্রেপ্তার ও হেফাজতে মৃত্যু হওয়া ফিলিস্তিনি ব্যবসায়ী খাদের আদনানের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে আদনান আমরণ অনশন শুরু করেছিলেন।
এর আগে, খাদের আদনানের মৃত্যুর পর মঙ্গলবার গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করে হামাস। পরে ইসরায়েলিরা বিমান হামলা চালায়।
হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, গাজা শহরের দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রিজনস সার্ভিস জানিয়েছে, বিচারের অপেক্ষায় থাকা আদনানকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার মৃত্যু হয়।
অবরুদ্ধ গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে শত শত মানুষ আদনানের সমর্থনে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। ফিলিস্তিনি নেতারা এটিকে ‘হত্যা’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাস অন্তত ২৬টি রকেট ছোড়ে। এর মধ্যে দুটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর সেরতে বিধ্বস্ত হয়েছে। এতে ২৫ বছর বয়সী এক বিদেশি নাগরিকসহ তিনজন আহত হয়েছেন।
এদিকে, হামাস ও ইসলামিক জিহাদসহ সশস্ত্র ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরায়েলে রকেট হামলার কথা স্বীকার করেছে। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.