BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর

অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাজেট প্রণয়নে অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ থেকে সরে এসে নিজস্ব অর্থায়নে অধিক সংখ্যক প্রকল্পগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টা মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার ওপর সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন। কারণ মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বিগত অনেক বছর সরকারের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা বৃদ্ধি করার ফোকাস ছিল। বিভিন্ন ধরনের স্কুল, কলেজ বা এমপিওভুক্তিকরণ; এগুলো নিয়ে সরকার ব্যস্ত ছিল। এর ফলে শিক্ষার মান ক্রমাগত হ্রাস পেয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে।

এছাড়া প্রধান উপদেষ্টা গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশের কৃষকরা এ বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করেছে। বাজেটের সুবিধা যেন তারা পান এবং এর মাধ্যমে তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করতে পারে সেজন্য বাজেটে তাদের কথা চিন্তা করে প্রণয়ন করতে হবে।

এদিকে বাজেটে তরুণদের ওপর ফোকাস দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশ হলো তারুণ্যের খনি। বাজেটের মূল ফোকাসের যেন তাদের চিন্তা করে করা হয় সে বিষয়ে তিনি নির্দেশনা দেন।

এছাড়া বাজেটে নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ওস্বাস্থ্য খাতে গুরুত্ব আরোপ করতে বলেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দুজন নিহত এপ্রিল থেকে নতুন মালিকানায় চলবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান ‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না,’ টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদন সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা : প্রেস সচিব