অপ্রতিরোধ্য লিভারপুল, পাঁচে পাঁচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে একরকম উড়ছে লিভারপুল। ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। বুধবার রাতেও ঘরে মাঠে জয়ের ধারা অব্যাহত রাখলেন অলরেডরা। অ্যানফিল্ডে  পোর্তোকে অনায়াসেই ২-০ গোলে হারাল লিভারপুল। 
একটি করে গোল করেছেন থিয়াগো আলকানতারা ও মোহামেদ সালাহ।
এ ফলের পর লিগে টানা পাঁচ জয়ে ‘বি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। লিভারপুলের মাঠে হারলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো।
ম্যাচের শুরু থেকে লিভারপুলের রক্ষণে চাপ দিতে থাকে পোর্তো। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে গোলের দেখা পায়নি পর্তুগিজ দলটি। চতুর্থ মিনিটে এভালিনসনের শট ঠেকান লিভারপুলের গোলরক্ষক আলিসন। এর পর মেহেদি তারেমি, ওতাভিও ভালো সুযোগ নষ্ট করেন পোস্টের বাইরে দিয়ে মেরে।
৩৮তম মিনিটে লিভারপুলের সাদিও মানে কোনাকুনি শটে জালে বল জড়ান; কিন্তু ভিএআরে ধরা পড়ে সেনেগালের এই ফরোয়ার্ড ছিলেন অফসাইডে।
গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে নেমে ৫২তম মিনিটে গোল পেয়ে যায় লিভারপুল। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের ফ্রি কিক এক ডিফেন্ডার হেডে ফেরানোর পর বক্সের ওপরে পেয়ে যান আলকানতারা। ২৫ গজ দূর থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারের ভলি চোখের পলকে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি পোর্তো গোলরক্ষক।
৭০তম মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। নিখুঁত ব্যাক হিলে জর্ডান হেন্ডারসনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন সালাহ। সতীর্থের ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মিসরের এ ফরোয়ার্ড।
এর পর আর জালের দেখা পায়নি কোনো দল। রেফারির শেষ বাঁশিতে জয় নিয়ে মাঠে ছাড়েন ক্লপের শিষ্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.