অপরাধ বাড়ায় পেরুর দুই শহরে জরুরি অবস্থা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ মাত্রায় অপরাধ বেড়ে যাওয়ার কারণে পেরুর রাজধানী লিমা ও কালাওতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জরুরি অবস্থা জারির পরপরই যে কোনো ধরনের সহিংসতা এড়াতে কয়েক হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।
গত বছরের শেষ দিকে দেশটিতে আগের তুলনায় সহিংসতা কয়েকগুণ বেড়ে যায়। 
বিশ্লেষকদের মতে, গেল বছর দেশটির রাজধানীতেই অন্তত ৭০ হাজার হামলার খবর পাওয়া গেছে। এ অবস্থায় সহিংসতা এড়াতে জারি করা জরুরি অবস্থা আগামী ৪৫দিন বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসময় নিয়ন্ত্রিত হবে জনগণের ব্যক্তিস্বাধীনতা ও চলাচল। একই সাথে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এসময় দিনরাত ২৪ ঘণ্টা শহরে টহল দেবে নিরাপত্তা বাহিনী।
সরকারি-বেসরকারি তথ্যমতে, পেরুতে প্রতি ঘণ্টায় ১১টি অপরাধ সংগঠিত হয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই দেশটিতে পারিবারিক সংসিহতার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো তার প্রধানমন্ত্রী হেক্টর ভলার পিন্টোকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.