অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

 

ঢাকা প্রতিনিধি: ভারতে অপপ্রচার রোধে যেসব প্রতিষ্ঠান কাজ করছে, বাংলাদেশে অপপ্রচার রোধে সেসব প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান তিনি।
বৈঠকে আলোচনার বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিটিভিতে একটা দুই ঘণ্টার চাঙ্ক নিয়ে আন্তর্জাতিক নিউজ বিশ্লেষণ, চলমান ঘটনাবলী এবং নিউজ প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে ভারতের যেসব নিউজ এজেন্সি আছে, বিশেষ করে এএনআই তাদের সঙ্গে সহযোগিতা করা যায় কি না।’
তিনি বলেন, ‘যেহেতু বিটিভি ভারতে দেখানো হয়, বিটিভিতে আমরা দুই ঘণ্টার যে চাঙ্কটা শুরু করব, এর সময় আমরা ধীরে ধীরে বাড়াব। এটি আমরা আন্তর্জাতিক মানে করার চেষ্টা করছি। সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন খবরা-খবর থাকবে। বাইরের দেশের খবর থাকবে। গ্লোবাল নিউজগুলো থাকবে। আমরা চিন্তা করবো ভারতের দর্শকদের আকৃষ্ট করার জন্য, আমাদের এগুলো দেখার জন্য।’
মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘এ ছাড়া ভারতের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে তাদের সঙ্গে একটা কোলাবারেশন করার চেষ্টা করবো। পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ট্রেনিংয়ের। মুজিব, যে সিনেমাটা কো-প্রোডাকশনে হলো। এ রকম আরও কোনো কো-প্রোডাকশনের সুযোগ আছে কি না সেটা দেখা।’
তিনি বলেন, ‘অপপ্রচারের ব্যাপারে ভারতের কিছু ইনস্টিটিউশন আছে, সেগুলোর কাজ করার প্রক্রিয়া-পদ্ধতিগুলো বিনিময় এবং জানা-বোঝার চেষ্টা করব। যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আমরা কোলাবরেশনে যাব। এসব বিষয় নিয়ে মূলত আলাপ হয়েছে।’
বাংলাদেশের সিনেমা ভারতে দেখানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি তো জোর করে কোনো কিছু দেখাতে পারবেন না। যদি কোনো পণ্যের চাহিদা থাকে বাজারে সেটা অটোমেটিক্যালি যাবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.