‘অপপ্রচার বন্ধে তরুণদের সাইবার যুদ্ধ শিখতে হবে’

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অস্ত্র নিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু এখনও অনেকেই দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, অনলাইনে তাদের মিথ্যাচার রুখে দিতে শিশু-কিশোরদের সাইবার যুদ্ধ শিখতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক।
শনিবার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চলছে। তাই নতুন প্রজন্মকে সাইবার যুদ্ধ রপ্ত করতে হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন্নাহার, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহিদী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.