অন্যান্য দেশ’র তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যু হার কম : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু হার কম। এছাড়া দেশে এই ভাইরাসে আক্রান্তের হার কমে আসছে। সুস্থতার হার বেড়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ভার্চুয়ালি বিকন সেফালোসপোরিন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মিলে আমরা করোনাভাইরাসকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি।তিনি আরো বলেন, বিকন সেফালোসপোরিন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে ময়মনসিংহের ভালুকায়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের আব্দুল মান্নান জানান, বিশ্বের যেসব দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযেগ রাখা হচ্ছে।

এছাড়া করোনা ভ্যাকসিন পাবার পর যাতে দেশে উৎপাদন করে জনগণের কাছে পৌঁছে দেয়া যায় সেজন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.