BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা

অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ শুরু করতে চায়। তবে এটি প্রতিরোধ করতে ভেনেজুয়েলা অন্যান্য দক্ষিণ আমেরিকান দেশগুলোর সঙ্গে কাজ করবে। শনিবার (২৫ অক্টোবর) ভেনেজুয়েলা টেলিভিশনে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি উল্লেখ করেন, তার দেশ সামরিক সংঘাতে যুক্ত হতে চায় না। এ বিষয়ে সরকারি বিবৃতি সত্ত্বেও সম্ভাব্য (মার্কিন) সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে। এটি প্রতিরোধ করা প্রয়োজন।

তার মতে, মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা অজুহাতে মার্কিন প্রশাসন তাদের দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

এর আগে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় মাদক কার্টেলদের স্থাপনাগুলোতে হামলার কথা বিবেচনা করছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৬ হাজার নৌসেনা ও মেরিন সদস্য ক্যারিবীয় অঞ্চলে আটটি যুদ্ধজাহাজে অবস্থান করছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। এখানে নতুন করে ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরীসহ পাঁচটি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত ৪ হাজার ৫০০ সামরিক সদস্য মোতায়েন করা হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন, দেশটির ভেতরে শিগগিরই সামরিক হামলা হতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে : ব্রাজিলের প্রেসিডেন্ট টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠিত জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইয়োমিকটা এর উদ্বোধন রাজশাহী এখন মারাত্মক বায়ু দূষণের কবলে নির্ধারিত মানের চেয়ে অনেক উপরে পি.এম ২.৫ চারঘাটে গভীর রাতে সার পাচারকালে জনতার হাতে আটক, ডিলারের জরিমানা নিউইয়র্ক-নিউ জার্সিতে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু, হাড্ডাহাড্ডি লাড়াইয়ের আভাস মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যে ১৪ কোটি টাকার তহবিল ঘোষণা ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কী আসন্ন? ল্যাটিন আমেরিকায় রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র : পেন্টাগন