বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো আজ।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় শনিবার (৫ অক্টোবর) সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন উপদেষ্টারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.