BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের কথা বুঝে না : মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের কথা বুঝে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের নেতাকর্মীদের। আমরা বিএনপি দেশ ছেড়ে কখনো পালাইনি। এ দেশের মাটিতেই শেষ পর্যন্ত থাকতে চাই। এবং মরতে চাই।

রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর  বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের কথা বুঝে না। তারা তো নির্বাচিত সরকার না। তাদের পেছনে কোনো লোকজন নেই। তাই নির্বাচিত সরকার প্রয়োজন।

অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। যদি নিবার্চনে সরকার গঠন করে বিএনপি তাহলে কৃষক তার দাম পাবে। কৃষকের পাশে থাকবে বিএনপি। এছাড়াও জনগনের জন্য ফ্যামিলি কার্ড করা হবে।

তিনি বলেন, জুলাইয়ে যেভাবে ছাত্র জনতা যুদ্ধ করেছে একইভাবে যুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। তবে পার্থক্য শুধু সেনাবাহিনী বাহিনী ছিল না। যুদ্ধ হওয়ার পরেও সংকট রয়ে গেছে। এ সংকট তৈরি করা হচ্ছে। এখন মার্কা হচ্ছে দুইটা একটি হচ্ছে ধানের শীষ একটি দাঁড়িপাল্লা। কারণ নৌকা নাই। তাই ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করলে রাস্তাঘাট, ব্রিজ কালভার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু উন্নয়ন করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

এসময় জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, জগনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খাগড়াছড়িতে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা জব্দ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার : অর্থ উপদেষ্টা দাম না কমলে ৫ দিনের মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার : অর্থ উপদেষ্টা পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত ‘বিবিসি ‍১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন’ ‘পরবর্তী মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এগিয়ে’ করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং শুরু হয়েছে : পাক পররাষ্ট্রমন্ত্রী