বিটিসি বিনোদন ডেস্ক: ঢালিউড পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ দিয়ে বড়পর্দায় এসেছিলেন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর নেই বড়পর্দায়। দীর্ঘ বিরতি শেষে প্রায় এক দশক পর আবার নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি। আর নতুন সিনেমা নির্মাণের খবরে সহকর্মী অভিনেত্রী সাফা কবির জানিয়েছেন শুভেচ্ছাবার্তা।
ঘরোয়া আড্ডা কিংবা যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী সাফাকে। সহকর্মীরা ভালো কোনো পরিকল্পনা কিংবা উদ্যোগ নিলেও পাশে থাকেন তিনি। কাজ দিয়েই তাদের পরিচয়; সেই পরিচয় থেকেই বন্ধুত্ব।
অভিনেত্রী সাফা কবির নির্মাতা রেদওয়ান রনির একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন পর পছন্দের নির্মাতা সিনেমা নির্মাণ করায় সাফাসহ অনেক অভিনেত্রীই শুভকামনা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে সাফা কবির লিখেছেন— রেদওয়ান রনি ভাইয়া, আজকের দিনটি অবশেষে এসেছে— এটি ভেবে আমি ভীষণ খুশি। তিনি বলেন, অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম, আপনি আবার সিনেমা বানাচ্ছেন— এটি দেখার জন্য কতটা মুখিয়ে ছিলাম, আপনি ধারণাও করতে পারবেন না। আজ মনটা আনন্দে পূর্ণ।
অভিনেত্রী বলেন, ‘দম’ সিনেমার টিমের সবার জন্য রইল আমার ভালোবাসা। আশা করছি সিনেমাটি দারুণ হতে যাচ্ছে। ভালো কিছুর অপেক্ষায় রইলাম। ভালোভাবে কাজ শেষ হোক, সেটাই প্রত্যাশা। এ সিনেমাটি বড়পর্দায় দেখার জন্য, আজ থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করব বলে জানান সাফা কবির।
উল্লেখ্য, মডেল, গল্পকার, চিত্রনাট্যকার ও অভিনেত্রী সাফা কবির আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন। @১৮ অলটাইম দৌড়ের ওপর টেলিফিল্মে অভিনয়ের আলোচনায় আসেন। #

















