অনুশীলনে টাইগাররা, করোনা টেস্ট দিলেন ক্যারিবীয়রা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা।
আজ সোমবার (১১ জানুয়ারী) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করেন সাকিব-তামিমরা। শুরুতে স্ট্রেচিং করেন ক্রিকেটাররা।
এরপর ফিল্ডিং কোচ রায়ান কুকের তত্ত্বাবধানে ফিল্ডিং অনুশীলন হয়। দলের সঙ্গে এখনো যোগ দেননি ব্যাটিং কোচ জন লুইস এবং পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাদের দু’দফা করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে।
তবে তারা ব্রিটিশ নাগরিক হওয়ায় এখন পর্যন্ত সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি। তাদের দুজনকে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে বিসিবি।

এদিক একই দিন ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা হয়েছে। আগামী দুই দিন মিরপুরে অনুশীলন করবে টাইগাররা। এরপর বৃহস্পতিবার বিকেএসপিতে হবে প্রথম অনুশীলন ম্যাচ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.