নিজস্ব প্রতিবেদক: ইয়াং টাইগার অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী জেলা ক্রিকেট দলের অংশ গ্রহনের জন্য ক্রিকেট বোর্ড কর্তৃক ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ন খেলোয়াড়দের নিয়ে বৃহস্প্রতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রাথমিক বাছাই ও অনুশিলন শুরু হয়েছে।
এই বাছাই প্রক্রিয়ায় ২৫জন খেলোয়াড় অংশ গ্রহন করেন।
প্রাথমিক বাছাই শেষে আগামী (২৪ ডিসেম্বর) বৃহস্প্রতিবার প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে চুড়ান্ত বাছাই করে জেলা ক্রিকেট দল গঠন করা হবে। এ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতুম কুমার সরকার অংশ গ্রহনকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
পরিচিত অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের জানান ইতিপুর্বে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে অনুর্ধ্ব-১৮ ক্রিকেট খেলায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশ গ্রহন করে রানারআপ হবার গৌরব অর্জন করেছে কাজেই আমি চাই অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহীর হয়ে অংশ গ্রহন করে তোমরাও সাফল্য বয়ে আনবে।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ মোঃ তারেকুল ইসলাম তারেকসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.