অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : রাষ্ট্রপতি (ভিডিও)

পাবনা জেলা প্রতিনিধি: অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে  এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত তা বাতিল করেছে।
রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানান তিনি।
পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক জাতীয় সংসদের  ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, ডা. মনোয়ারুল আজিজ।
বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে, পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.