অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন

বিটিসি নিউজ ডেস্ক: প্রতিষ্ঠিত টেলিভিশন বা রেডিওর মতো গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো অনলাইন পোর্টাল খুললে তার জন্য তথ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নেয়ার বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার-২০১৭ এর সংশোধিত খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই নীতিমালায় অনুমোদন দেয়া হয়। করোনা পরিস্থিতিতে অনলাইনে এই বৈঠকে গণভবন থেকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আগের নীতিমালায় অনলাইন গণমাধ্যমের নিবন্ধন, মানোন্নয়ন সহ ১৪টি ইস্যুতে সংশোধনী আনা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.