অধিকৃত জেরুজালেমে গুলিতে নিহত-৫, ঘটনাস্থলে যাচ্ছে বিশাল বাহিনী!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
ইসরাইলের প্যারামেডিক সার্ভিস, ম্যাগেন ডেভিড অ্যাডম সোমবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, রামোত জংশনে গোলাগুলির পর গুলিবিদ্ধ হওয়া পাঁচজনকে ‘গুরুতর অবস্থায়’ সরিয়ে নেয়া হয়েছে। খবর আল জাজিরা’র।
তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, গোলাগুলিতে নিহত হয়েছেন পাঁচজন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন ‘কাঁচের আঘাতে সামান্য আহত’ হয়েছেন এবং ঘটনাস্থলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানা গেছে।
ইসরাইলি পুলিশ এই গুলিবর্ষণকে সন্দেহভাজন ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করা হয়েছে।’
প্রতিবেদন অনুসারে, পুলিশ প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং বিশাল বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.