অধিকাংশ চালক অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স বিহীন আদমদীঘিতে নিয়ন্ত্রনহীন ভাবে চলছে সিএনজি ইজিবাইক অটোরিক্সা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদর সান্তাহার পৌরসভা, পশ্চিম সিংড়া ঢাকারোড, মুরইল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রনহীন ভাবে চলাচল করছে সিএনজি, ব্যাটারী চালিত ইজিবাইক টমটম ও অটোরিক্সা।

এ সব যানবাহনের অধিকাংশের বৈধ কাগজপত্র নেই এমনকি অনেক চালক অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স বিহীন।

ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা। হারিয়ে যাচ্ছে অকালে প্রাণ, বরণ করছেন অনেকেই পঙ্গুত্ব। উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ সম্প্রতি আদমদীঘি বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে কিছু যানবাহনের জরিমানা করলেও অন্যান্য রাস্তায় কোন নজরদারি না থাকায় যত্রতত্র রাখা ও চলাচল করছে এসব যানবাহন।

জানা যায়, আদমদীঘি উপজেলা সদর-সান্তাহার-চাঁপাপুর-ছাতিয়ানগ্রাম-ছাতনি ঢেকড়া, কড়ই, মুরইল নসরতপুর, কুন্দগ্রামসহ বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সহ¯্রাধিক সিএনজি, অটোরিক্সা, টমটম বা ইজিবাইক চলাচল করছে। অনুসন্ধানে দেখা গেছে অধিকাংশ সিএনজি, অটোরিক্সা টমটম বা ইজিবাইকের বৈধ কাগজপত্র নেই।

এমনকি অনেক চালক অপ্রাপ্ত বয়স্ক ও অধিকাংশের ড্রাইভিং লাইসেন্স নেই। নিয়ন্ত্রনহীন ভাবে চালানো হচ্ছে বিভিন্ন রুটে এসব যানবাহন। ফলে প্রায় দিন ঘটছে দূর্ঘটনা।

দূর্ঘটনায় অকালে অনেক যাত্রীকে দিতে হচ্ছে প্রাণ। আবার অনেকেই বরণ করছেন পঙ্গুত্ব। বেপরোয়া ভাবে চালানো এসব যানবাহনে বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

পুলিশ মাঝে মধ্যে কিছু যানবাহন আটক করলেও পরে ছাড়া পেয়ে ফের একই কায়দায় নিয়ন্ত্রনহীন ভাবে চলাচল করছে এসব যানবাহন। আজ সোমবার উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি দেখবেন বলে বিটিসি নিউজকে জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.