বিটিসি স্পোর্টস ডেস্ক: গোলশূন্য প্রথমার্ধের পর লড়াই জমল বেশ। লিডস ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুতই সামলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ব্যবধান গড়ে দিতে পারল না কেউ।
লিডসের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ব্রেন্ডেন অ্যারনসনের গোলে পিছিয়ে পড়ার পর, ইউনাইটেডকে সমতায় ফেরান মাথেউস কুইয়া।
লিগে এই নিয়ে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়শূন্য রইল হুবেন অ্যামুরির দল।
টানা দ্বিতীয় ড্রয়ের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই রাউন্ড শেষে আরও নেমে যেতে পারে তারা।
প্রথমার্ধে আক্রমণে আধিপত্য করলেও, প্রতিপক্ষকে বিপদে ফেলার মতো খুব বেশি কিছু করতে পারেনি ইউনাইটেড। বিরতির আগে তাদের একটি শটই কেবল লক্ষ্যে ছিল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লক্ষ্যে নেওয়া প্রথম শটে উল্টো এগিয়ে যেতে পারতো লিডস। দুরূহ কোণ থেকে সুইডিশ ডিফেন্ডার গুডমুন্ডসনের পোস্ট ঘেঁষে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক।
অসাধারণ এক প্রতি-আক্রমণে ৬২তম মিনিটে এগিয়ে যায় লিডস। নিজেদের অর্ধ থেকে সতীর্থের থ্রু পাস দারুণ ফ্রি কিকে ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।
পাল্টা আক্রমণে তিন মিনিট পরই অবশ্য সমতায় ফেরে ইউনাইটেড। গোল খাওয়ার পরই ইয়োশুয়া জির্কজিকে বদলি নামান ইউনাইটেড কোচ। মাঠে নামার দু্ই মিনিটের মাথায় ডি-বক্সে দারুণ এক থ্রু পাস বাড়ান ডাচ স্ট্রাইকার, ছুটে গিয়ে কোনাকুনি শটে সমতা টানেন মাথেউস কুইয়া।
সমতায় ফেরার খানিক পর আবার গোল খেতে বসেছিল ইউনাইটেড। তবে ওকাফোরের শট দারুণ নৈপুণ্যে আটকান গোলরক্ষক। ৮১তম মিনিটে দলকে এগিয়েও নিতে পারতেন কুইয়া; কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট লাগে পোস্টে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে জোয়েল পিরোর বাঁকানো শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে হালে হাফ ছাড়ে ইউনাইটেড। অষ্টম ড্র নিয়ে মাঠ ছাড়ে লিডস।
২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে লিডস ইউনাইটেড। #















