অত্যধিক আদ্রতা ও গরমের জন্য স্কুলের ছুটি বৃদ্ধি

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এখন অত্যধিক আদ্রতা ও গরমের জন্য একাধিক মানুষের অসুস্থতা ও মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালেও বেশকিছু মানুষ অসুস্থ হয়ে ভর্তি আছে। সেই সাথে চলছে বর্ষার খামখেয়ালিপনা। উত্তরবঙ্গে বর্ষা হলেও এখনও দক্ষিণবঙ্গের বৃস্টির কোনও সঠিক পূর্বাভাস নেই।
অত্যধিক আদ্রতাজনিত কারনে দুর্বিষহ হয়ে পরেছে সাধারণ নাগরিক জীবন।
এই অবস্থাতেই দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গ সরকার স্কুলের গ্রীষ্মের ছুটির মেয়াদ আরও এগারোদিন বৃদ্ধি করল।
সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও ছুটি বৃদ্ধির আবেদন করা হয়েছে।
ছাত্রছাত্রীরা যাতে বেশী অসুস্থ না হয়ে পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত বলে স্কুল শিক্ষা দফতর থেকে জানান হয়েছে।সেই সাথে বাড়িতে ছাত্রছাত্রীরা থাকলেও যথেষ্ট সজাগ থাকতে অভিভাবকদের বলা হয়েছে।
স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে। নিয়মিত ও আর এস পানের কথাও বলা হয়েছে।সরকারি ও পুরসভাগুলো থেকেও ও আর এস সরবরাহ করা হচ্ছে।
পাশাপাশি করোনার প্রকোপও অনেকটাই ঊর্ধ্বমুখি হওয়ার কারনে পড়ুয়াদের এখনি স্কুলে বা একাধিক জমায়েত জায়গায় না যাবার পরামর্শ দেওয়া হয়েছে।
দিন দশেক বাদে পরিস্থিতির পর্যালোচনা করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.