বাগমারা প্রতিনিধি: আপনারা ব্যক্তি স্বার্থে নই, জনস্বার্থে আমার কাছে সেবা নিতে আসবেন, আমি এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা সহযোগীতা করলে সকল কাজের সমাধান করা সম্ভব বলে তিনি সকলের প্রতিশ্রুতি নেন। গত ৫ আগস্টের পর থেকে বিগত পনের বছর ধরে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি শাখায় যে অনিয়ম দূর্নীতি, নানান অপকর্মে আমরা জর্জরিত হয়েছি। এসব থেকে মুক্ত হতে পনের দিন বা পনের মাসে সম্ভব নয়। এই পরিশুদ্ধ হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। আমরা একি ভুল বারবার করতে চাই না। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনারা যে সমস্যার কথা তুলে ধরেছেন আমরা সেই সমস্যা গুলোর সমাধান করতে এসেছি। ছাত্র-জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে নব দিগন্তের সূচনা করেছে। আমরা তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।
বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ সভা কক্ষে বাগমারা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার এসব কথা বলেন।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, রাজশাহীর বৃহত্তর উপজেলা বাগমারা। এখানে যেমন সমস্যা রয়েছে তেমনি অপার সম্ভাবনা রয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদের মতামতের ভিত্তিতে ও আইনগত বিধিবিধান অনুসরন করে স্থানীয় সমস্যার সমাধানে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সভায় সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মীগণসহ উপজেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় বাগমারার উপস্থিত সুধীজনদের জেলা প্রশাসক এর নিকট উপজেলার বিভিন্ন বিষয় ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করতে সুযোগ দেওয়া হয়।
এসময় বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, এলজিইডি’র প্রকৌশলী খলিলুর রহমান, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুন, সেক্রেটারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অধ্যক্ষ জিয়াউল আলম. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারী শামীম হোসেন, বাগমারা প্রেস ক্লাবের আহবায়ক আকবর আলী, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম, মামুন শাহ সহ আরো অনেকেই।
বক্তারা উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে জবর দখল করে সভাপতি নির্বাচিতদের অনিয়ম, পৌরসভার অনিয়ম-দুর্নীতি, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে নানা বৈষম্য, রাজনৈতিক প্রেক্ষাপট, অবৈধ পুকুর খনন, পৌরসভার যানজটসহ বিভিন্ন বিষয়ে দাবি-দাওয়াসহ পরামর্শমূলক বাগমারার সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.