অণুছবি ওয়েলফেয়ার এসোসিয়েশন ও imffkolkata কমিটি কর্তৃক আয়োজিত SUMMER FILM FIESTA

কলকাতা প্রতিনিধি:  আগামী ৫ই এবং ৬ই সেপ্টেম্বর, ২০২০, শনি ও রবিবার, অনুষ্ঠিত হবে অণুছবি ওয়েলফেয়ার এসোসিয়েশন ও imffkolkata কমিটি কর্তৃক আয়োজিত SUMMER FILM FIESTA ৷ অনুষ্ঠানটির সাড়ম্বর উদ্বোধন হবার কথা ছিল, কলকাতার পার্কস্ট্রিট জানুস ব্ল্যাকবক্স অডিটোরিয়ামে ৷
প্রতি বছরের মত এই বছরও চলচিত্র প্রেমী মানুষের চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠবে এই উৎসব ৷
তবে বর্তমান করোনা প্রকোপদুষ্ট পরিস্থিতিতে সমস্ত অনুষ্ঠানটিই এবার সম্প্রচারিত হবে ডিজিটাল মাধ্যমে ৷ নির্বাচিত অণু চলচ্চিত্রও আপনারা দেখবেন অনলাইনে ৷ এমনকি পুরস্কার বিতরণিও চাক্ষুষ করতে পারবেন ৷ মিডিয়া পার্টনার বিটিসি নিউজের কলকাতা প্রতিনিধিকে দেওয়া উৎসব কমিটির চেয়ার পারসেন শ্রী নিলাঞ্জন ভৌমিকের সাক্ষাৎকার দেখতে বিটিসি নিউজের নিজস্ব চ্যানেল থেকে সন্ধ্যে ৬.০০ টা থেকে ৷
বিটিসি নিউজ (বাংলাদেশ)-এর পক্ষ থেকে  এই উৎসবের জন্য রইল  হার্দিক শুভেচ্ছা ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.