অটোরিকশা চালককে হত্যা, আটক ৩

চট্টগ্রাম ব্যুরোআজ বৃহস্পতিবার সিএনজি অটোরিকশা ভাড়ায় নিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ছুরিকাঘাতে  হত্যা করা হয়েছে মো. নুরুল আমিন (৪৫) নামে এক চালককে।

আজ ভোররাতে চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার বড়ুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল আমিন পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পু্লিশ ৩ জনকে আটক করেছে।

আটক ৩জন হলেন-পটিয়ার কেলিশহর এলাকার রনজিত বড়ুয়ার ছেলে সুচীন বড়ুয়া (১৮), বাবুল দাশের ছেলে সুমন দাশ (২০) ও অনীল দে’র ছেলে নিলয় দে (১৯)।

বিটিসি নিউজকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। একজন পলাতক আছে।

ওসি সাইরুল ইসলাম জানান, পটিয়া থেকে বোয়ালখালী যাওয়ার কথা বলে ৪জন মিলে নুরুল আমিনের সিএনজি অটোরিকশা ভাড়া করে। বোয়ালখালীর বড়ুয়ারটেক এলাকায় পৌঁছালে ওই ৪জন মিলে চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে নুরুল আমিনকে ছুরিকাঘাতে হত্যা করে তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.