নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সোমবার (২৫ আগস্ট) বিকাল থেকে ৪৮ জন দাবাড়ু–ও অংশ গ্রহনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের অঞ্চল-৪ রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক দাবা প্রতিযোতিা শুরু হয়েছে।
দাবার চাল ও জেলা পর্যাযের দাবা বাছাই প্রতিযোগিতায় উত্তীর্ন ৪ জন দাবাড়ু–দের হাতে দাবাসেট তুলে দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
এর আগে তিনি বলেন দাবা একটি বুদ্ধিমতার খেলা। এখানে নবীন প্রবিন সবাই অংশ নিতে পারে।
বক্তাগনের দাবীর প্রেক্ষিতে তিনি পুর্বের ন্যায় জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্দ্যোগ করা হবে বলেও জানান।
জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেস অতিথি ছিলেন, প্রাক্তন দাবাড়ু– ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড, ইসতিয়াক আহমেদ, দাবা সমিতির প্রাক্তন সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর, এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, ডালিম হোসেন শান্ত, মেহেদী হাসান পুলক, দাবা সমিতির সাবেক সদস্য সচিব প্রভাসক মোঃ কাওসার আলী ইতিসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তা ও দাবাড়ু–গন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.