অজিত সভাপতি-মিহির সম্পাদক, আদমদীঘির কেন্দ্রীয় মন্দির উন্নয়ন কমিটি গঠন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে চড়কতলা কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও স্থায়ী পরিচালনা কমিটির অজিত চন্দ্র সরকারকে সভাপতি ও মিহির চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদকও মদন মোহন সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট মন্দির উন্নয়ন নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মোহন্ত চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বিভিন্ন নেতৃবর্গের বক্তব্যের পর সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে প্রধান উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক সত্যেশ চন্দ্র নিয়োগী ভানু বাবুকে।
কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহন্ত চন্দ্র সরকার, মৃনাল চন্দ্র সরকার, লক্ষন চন্দ্র সরকার ভুষন, যুগ্ম সম্পাদক কানাই চন্দ্র প্রমানিক, সাংগঠনিক সম্পাদক অতুল চন্দ্র সরকার (বড়), প্রচার সম্পাদক শংকর চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক অতুল কুমার সরকার (ছোট), পুজা বিষয়ক সম্পাদক মোহিত রঞ্জন বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য বিকাশ দেবনাথ, বিষ্ট চন্দ্র সিংহ, সুনিল কুমার সরকার, নিখিল মন্ডল, সুভাষ কুমার সরকার, পান্না কুমার সরকার গৌরাঙ্গ চন্দ্র প্রমানিক, নিরাঞ্জন কুমার সরকার, নিধির চন্দ্র মন্ডল প্রমূখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.