সুচিকে দুই সপ্তাহ’র জন্য রিমান্ডে নেয়া হয়েছে

(সুচিকে দুই সপ্তাহ’র জন্য রিমান্ডে নেয়া হয়েছে–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সুচি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির মুখপাত্র বলেছেন সেনা হস্তক্ষেপে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে ২ সপ্তাহের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।
এনএলডি’র মুখপাত্র কি তোয়ে আজ বুধবার (০৩ ফেব্রুয়ারী) তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট জানিয়েছেন যে, সুচিকে আগামী (১৫ ফেব্রুয়ারী) পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা হবে।
তিনি লিখেছেন, ‘নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী অং সান সুচির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন অনুযায়ী ১৪ দিনের গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়েছে।’
মিয়ানমারের শক্তিশালী সশস্ত্র বাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলে নেয়ার ২দিন পর আজ বুধবার (০৩ ফেব্রুয়ারী) সুচিকে রিমান্ডে নেয়ার খবর আসলো। এর আগে সু চির বিরুদ্ধে একটি অভিযোগ গঠন করা হয়েছিল।
এছাড়া বন্দি প্রেসিডেন্ট উইন মিন্টকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানান এনএলডি’র মুখপাত্র কি তোয়ে। (সূত্র: সিএনএন) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.