৯ দিন ধরে আটকা ৪১ শ্রমিক, খোঁড়া হচ্ছে নতুন সুড়ঙ্গ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নতুন সুড়ঙ্গ খুঁড়ছেন উদ্ধারকারীরা। ৪১ জন শ্রমিকদের নিয়ে ধসে পড়া সুড়ঙ্গ থেকে আটকাদের উদ্ধারে দুইটি সমান্তরাল সুড়ঙ্গ তৈরির কথা পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা।
এর মাধ্যমে শ্রমিকদের উদ্ধারকাজ অনেকটা সহজ বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নয়দিন ধরে ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকা রয়েছেন ৪১ জন শ্রমিক। জোরেসোরে উদ্ধারকাজ চললেও এখন পর্যন্ত আশার আলো দেখা যায়নি। শুক্রবার সুড়ঙ্গে প্রবেশ পথের পাথর সরাতে গিয়ে জোরে শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। এরপর থেকে বন্ধ রয়েছে উদ্ধারকাজ।  তারপরেই নতুন দুই সমান্তরাল সুড়ঙ্গ খোড়ার পরিকল্পনা নেওয়া হয়।
উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব রঞ্জিত সিনহা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, শ্রমিকদের উদ্ধারে তারা পাশে দুইটি টানেলের কাজ করছেন। এখন পর্যন্ত সুড়ঙ্গে এক পাশের প্রবেশ মুখ ড্রিল করা হয়েছে। শ্রমিকদের কাছে পৌঁছাতে অন্য পাশের প্রবেশ মুখও ড্রিল করতে হবে।
স্থানীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন উদ্ধার অভিযান দুই থেকে তিন দিন চলতে পারে।
এদিকে পরিস্থিতিতে ওই ৪১ জন শ্রমিক যাতে মনোবল না হারান, সেই বার্তা সোমবার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সঙ্গে সোমবার এক ফোনালাপে মোদি বলেন, শ্রমিকদের উদ্ধারকাজে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্য করছেন।
শুক্রবারের উদ্ধার কাজ ব্যহত হওয়ার পর পাঁচটি পরিকল্পনা হাতে নেয় উদ্ধারকারী দল। প্রথমে সুড়ঙ্গে ওপর থেকে খোঁড়ার পরিকল্পনা করে। পরে শেষ পর্যন্ত নতুন টানেল খোঁড়ার জন্য সম্মত হয়।
গত ১২ নভেম্বর ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গটি ধসে পড়লে আটকে পড়েন ৪১ জন নির্মাণ শ্রমিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.