৯ গোলের রোমাঞ্চে ফাইনালে স্পেন, বিধ্বস্ত ফ্রান্স

বিটিসি স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল যেন ছিল এক রুদ্ধশ্বাস থ্রিলার। স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় ৯ গোলের দুর্দান্ত এক ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
মাত্র ১৭ বছর বয়সী লামিন ইয়ামালের জোড়া গোলে জ্বলে উঠেছে এমএইচপি অ্যারেনা।
অন্যদিকে, শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করেও হার এড়াতে পারেনি কিলিয়ান এমবাপ্পে নেতৃত্বাধীন ফ্রান্স।
অভিষেক ম্যাচেই গোল করেছেন ফ্রান্সের তরুণ রায়ান সেকরি।
একচ্ছত্রভাবে প্রথম এক ঘণ্টা ছিল স্পেনের দখলে। নিকো উইলিয়ামসের ২২ মিনিটে প্রথম গোলের পর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। বিরতিতে যাওয়ার আগেই ২-০ গোলে এগিয়ে যায় স্পেন।
বিরতি থেকে ফিরেই পেদ্রি ৫৫ মিনিটে করেন দলের তৃতীয় গোল। এর এক মিনিট আগে পেনাল্টি থেকে ইয়ামালের প্রথম গোল এবং ৬৭ মিনিটে তার দ্বিতীয় গোল স্পেনকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়।
স্পেন যখন ৪-০ গোলে এগিয়ে তখন মনেই হচ্ছিল ফ্রান্স যেন ছিটকে পড়েছে। কিন্তু ম্যাচ তখনও শেষ হয়নি। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে, ৭৯ মিনিটে অভিষেক গোল করেন সেকরি।
এরপর ৮৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার ড্যানি ভিভিয়ান আত্মঘাতী গোল করেন।
অতিরিক্ত সময়ের ৩ মিনিটে কোলু মুয়ানির গোলে ম্যাচ দাঁড়ায় ৫-৪ ব্যবধানে। তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উত্তেজনা তুঙ্গে থাকলেও জয় পেয়েছে স্পেন।
ফাইনালে তারা মুখোমুখি হবে পর্তুগালের, যারা সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা লড়াইয়ে উঠেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.